পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরোয়া পরিবেশে এই পাঁপড় গুলো তৈরি করা হয়।
এই পাঁপড় গুলো মসলায় ভরপুর যা অন্যদের সাথে মিলানো দায়।
এই পাঁপড় গুলো অরজিনাল দিনাজপুরের তৈরি পাঁপড়।
এ সকল পাঁপড়ে স্বাস্থ্য ঝুঁকির কোন ভয় নেই
Modina halal food এর পাঁপড় কি দিয়ে তৈরি?
এই পাঁপড় মুগ ডালে পাঁপড় নামে পরিচিত হলেও। এই পাপড় তৈরি করতে মুগ ডালের সাথে পরিমাণ মতো মাসকালাই খুব অল্প পরিমাণে বুটের ডাল এবং বিভিন্ন ধরনের মসলা যেমন জিরা গোলমরিচ হিং সহ অন্যান্য সিক্রেট মসলা ব্যবহার করে এই পাপড় তৈরি করা হয়।
পাঁপড় খাওয়ার উপকারিতা
এ খাবারটির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন বি১,বি৫,বি৬, প্রোটিন ফাইবার এবং ফলিক রয়েছে, যা আপনার শরীর এর ক্লান্ত ভাব দূর করিয়ে সুস্থ এবং শক্তিশালী করতে সহায়তা করবে।